Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Kitab Al-Mukhtaṣar fī Tafsīri Al-Qur`ān Bangladesh * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: Surah Aḍ-Ḍuḥā   Ayah:

সূরা আদ-দুহা

Tujuan Pokok Surah Ini:
بيان عناية الله بنبيه في أول أمره وآخره.
আল্লাহ কর্তৃক তদীয় নবীর তত্ত¡াবধান এবং ওহীর নিয়ামত দান ও স্থায়ীকরণ; যা তাঁর জন্য সান্ত¦না ও মুমিনদের জন্য শুকরিয়া আদায়ের কথা স্মরণ করিয়ে দেয় এর বর্ণনা।

وَٱلضُّحَىٰ
১. আল্লাহ পূর্বাহ্নের শপথ করলেন।
Tafsir berbahasa Arab:
وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ
২. তিনি রাতেরও কসম খেয়েছেন যখন তা অন্ধকার ও নিশ্চুপ হয়ে যায়। আর তখন মানুষ কোন নড়াচড়া করে না।
Tafsir berbahasa Arab:
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
৩. হে রাসূল! আল্লাহ ওহী বিরতির মাধ্যমে আপনাকে মুশরিকদের কথা অনুযায়ী পরিত্যাগ করেন নি। না আপনার উপর তিনি রাগ করেছেন।
Tafsir berbahasa Arab:
وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ
৪. অবশ্যই পরকাল ইহকাল অপেক্ষা উত্তম। কেননা, তথায় রয়েছে চিরস্থায়ী নিয়ামত; যা আদৗ বিচ্ছিন্ন হওয়ার নয়।
Tafsir berbahasa Arab:
وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ
৫. অচিরেই তিনি আপনাকে ও আপনার উম্মতকে এমন মহা পুরস্কার দিবেন। যাতে আপনি সন্তুষ্ট হবেন।
Tafsir berbahasa Arab:
أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ
৬. তিনি আপনাকে শৈশবে পিতৃহীন পেয়েছেন, যে আপনার পিতা ইতিপূর্বেই মৃত্যু বরণ করেছে। ফলে তিনি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তাই তো আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনাকে সমাদর করেছে। অতঃপর আপনার চাচা আবু তালিব আপনাকে সাদরে লালন পালন করেছে।
Tafsir berbahasa Arab:
وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ
৭. তিনি আপনাকে ঈমান ও কিতাব সম্পর্কে অনভিজ্ঞ অবস্থায় পেয়েছেন। অতঃপর আপনাকে অনেক অজানা বিষয় শিক্ষা দিয়েছেন।
Tafsir berbahasa Arab:
وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ
৮. তিনি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছে। অতঃপর আপনাকে অভাবমুক্ত করেছেন।
Tafsir berbahasa Arab:
فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ
৯. তাই আপনি বাল্য বয়সে পিতৃহারা শিশুদের প্রতি মন্দ ও অপমানকর আচরণ করবেন না।
Tafsir berbahasa Arab:
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ
১০. আর অভাবগ্রস্ত ভিক্ষুককে ধমক দিবেন না।
Tafsir berbahasa Arab:
وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ
১১. উপরন্তু নিজ প্রতিপালকের পক্ষ থেকে প্রদত্ত নিআমতের শুকরিয়া করুন এবং তা অন্যদের নিকট ব্যক্ত করুন।
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• منزلة النبي صلى الله عليه وسلم عند ربه لا تدانيها منزلة.
ক. আল্লাহর নিকট নবীর মর্যাদার সাথে কোন মর্যাদারই তুলনা হয় না।

• شكر النعم حقّ لله على عبده.
খ. নিআমতের শুকরিয়া আদায় করা বান্দাহর উপর আল্লাহর অধিকার।

• وجوب الرحمة بالمستضعفين واللين لهم.
গ. দুর্বলদের সাথে দয়া ও ন¤্রতা প্রদর্শন অপরিহার্য।

 
Terjemahan makna Surah: Surah Aḍ-Ḍuḥā
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Kitab Al-Mukhtaṣar fī Tafsīri Al-Qur`ān Bangladesh - Daftar isi terjemahan

Terjemahan Kitab Al-Mukhtaṣar fī Tafsīri Al-Qur`ān berbahasa Bangladesh diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah

Tutup