قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا بنگالی ترجمہ۔ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: سورۂ ناس   آیت:

সূরা আন-নাস

سورہ کے بعض مقاصد:
الحث على الاستعاذة بالله من شر الشيطان ووسوسته.
আল্লাহর সাহায্যে শয়তানের অনিষ্ট ও প্ররোচনা এবং গোপন অনিষ্টসমূহ থেকে প্রতিরক্ষামূলক ও দুর্ভেদ্য ব্যবস্থা অবলম্বন।

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
১. হে রাসূল! আপনি বলুন: আমি মানুষের প্রতিপালকের সাহায্যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করছি।
عربی تفاسیر:
مَلِكِ ٱلنَّاسِ
২. যিনি মানুষের অধিপতি। যিনি তাদের ব্যাপারে যথেচ্ছ ফায়সালা করেন। তিনি ব্যতীত তাদের অন্য কোন অধিপতি নেই।
عربی تفاسیر:
إِلَٰهِ ٱلنَّاسِ
৩. তিনি তাদের প্রকৃত মাবূদ। তিনি ব্যতীত তাদের কোন প্রকৃত মাবূদ নেই।
عربی تفاسیر:
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ
৪. সেই শয়তানের অনিষ্ট থেকে যে আল্লাহর স্মরণ থেকে মানুষ উদাসীন হয়ে গেলে তাকে কুমন্ত্রণা দিয়ে থাকে। আবার তাঁকে স্মরণ করলে সে পিছিয়ে যায়।
عربی تفاسیر:
ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ
৫. সে তার কুমন্ত্রণা মানুষের অন্তরে ঢেলে দেয়।
عربی تفاسیر:
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ
৬. সে মানবরূপী হয়ে থাকে। আবার দানবরূপীও হয়।
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• إثبات صفات الكمال لله، ونفي صفات النقص عنه.
ক. আল্লাহর জন্য পরিপূর্ণতার বৈশিষ্ট্য সাব্যস্ত করা এবং অপূর্ণতার দোষ থেকে তাঁর পবিত্রতা ঘোষণা করা।

• ثبوت السحر، ووسيلة العلاج منه.
খ. যাদুর বাস্তবতা সাব্যস্ত হওয়া এবং তার প্রতিকারের উপায়।

• علاج الوسوسة يكون بذكر الله والتعوذ من الشيطان.
গ. কুমন্ত্রণার প্রতিকার হবে আল্লাহর স্মরণ ও শয়তান থেকে আশ্রয় কামনার মাধ্যমে।

 
معانی کا ترجمہ سورت: سورۂ ناس
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا بنگالی ترجمہ۔ - ترجمے کی لسٹ

المختصر فی تفسیر القرآن الکریم کا بنگالی ترجمہ مرکز تفسیر للدراسات القرآنیہ کی جانب سے جاری۔

بند کریں